ছবি : বাংলাবার্তা
সাদপন্থীদের ইজতেমা আজ বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। ৫৭তম এবারের ইজতেমায় দেশ-বিদেশ থেকে মুসল্লিরা টঙ্গীর ইজতেমা ময়দানে হাজির হচ্ছে। এরই মধ্যে টঙ্গীর ময়দানে হাজির হয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ইজতেমা ময়দানে পৌঁছেন। ইজতেমার মুরুব্বী ওয়াসিফুল ইসলামসহ অন্যরা তাকে স্বাগত জানান।
বিষয়টি নিশ্চিত করেছেন সাদপন্থী ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম।
আরও পড়ুন : মাওলানা সাদের ইস্যুতে দেওবন্দের অবস্থানের পরিবর্তন হয়নি : নোমানী
এবার সাদপন্থীদের ২০২৪ বিশ্ব ইজতেমায় যেসব আলেমগণ বয়ান করবেন-
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ফজরের পরে বয়ান করবেন মাওলানা শরীফ (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ মনসুর (বাংলাদেশ)। যোহরের পরে বয়ান করবেন মাওলানা হারুন (পাকিস্তান)। বাংলায় তরজমা করবেন মুফতী আজিম উদ্দিন (বাংলাদেশ)। আসরের পরে বয়ান করবেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশ)। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা আব্দুস সাত্তার (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসেম (বাংলাদেশ)
৯ ফেব্রুয়ারি, শুক্রবার। ফজরের পরে বয়ান করবেন মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ (বাংলাদেশ)। জুমার আগে জুমার ফাজায়েল বয়ান ১০ মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ (বাংলাদেশ)। জুমার পরে বয়ান করবেন শেখ মোফলে কাহাতানী (আরবি)। বাংলায় তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর (বাংলাদেশ)। আসরের পরে বয়ান করবেন মাওলানা মোশাররফ (বাংলাদেশ)। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসেম (বাংলাদেশ)।
১০ ফেব্রুয়ারি, শনিবার। ফজরের পরে বয়ান করবেন মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভী (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম (বাংলাদেশ)। যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ (বাংলাদেশ)। আসরের পরে বয়ান করবেন মাওলানা শায়েখ ওসমান মাদানী (পাকিস্তান)। বাংলায় তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন (বাংলাদেশ)। মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইয়াকুব (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ (বাংলাদেশ)।
১১ ফেব্রুয়ারি, রোববার। ফজরের পরে বয়ান করবেন মাওলানা মাকসুদ (ভারত)। বাংলায় তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ (বাংলাদেশ)। হেদায়েতি বয়ান ও দোয়া করবেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী (ভারত)।
মহান আল্লাহ বিশ্ব ইজতেমাকে মুসলিম উম্মাহর হেদায়েতের মাধ্যম বানান। আমিন।
বাংলাবার্তা/জেডএইচ