ছবি: বাংলাবার্তা
মালয়েশিয়ার আলোচিত সমাজকর্মী ইবিট লিও। তিনি ‘মানবতার ফেরিওয়ালা’ বলে খ্যাত। বাংলাদেশে এসে তিনি যোগ দিয়েছেন ইজতেমায়। এর আগে তিনি তার কয়েকটি ছবি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমি বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ সুন্দর।’
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইজতেমা ময়দানের উত্তর পশ্চিম পাশে বিদেশিদের জন্য নির্ধারিত খিত্তায় তিনি মাগরিবের নামাজ আদায় করেছেন।
আরও পড়ুন : সাদপন্থীদের ইজতেমার শুরুতেই ৬ মুসল্লির মৃত্যু
ইজতেমায় তিনি কয়েকটি কনটেন্ট তৈরি করেছেন। তার অনুসারীরাও তাকে নিয়ে কনটেন্ট তৈরি করছেন। ইজতেমার মাঠে তাকে ঘিরে রাখতে দেখা যায় ফেসবুক ফ্যান-ফলোয়ারদের। এ সময় তারা সেলফি তুলে এবং লাইভ স্ট্রিমিং করে তার সাক্ষাৎকার প্রচার করে। এতে বেশ উৎসাহ দিতে দেখা যায় ইবিট লিওকে।
গত বছর বাংলাদেশে অবস্থানের সময়কালে তিনি টঙ্গী রেলস্টেশন এলাকায় ছিন্নমূল শিশু ও রেলস্টেশন কেন্দ্রিক অসহায়, সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করেন।
উল্লেখ্য, ইবিট লিউর পুরো নাম-ইবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লিউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। অসহায় মানুষের বিপদে-আপদের খবর শুনলেই সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে চলেন তিনি। মানবতার সেবায় অবদান রাখায় মালয়েশিয়ায় তিনি বিভিন্ন মর্যাদাপূর্ণ পুরষ্কার পেয়েছেন। সর্বশ্রেণীর মানুষের কাছে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছে দেন।
বাংলাবার্তা/জেডএইচ