ছবি: বাংলাবার্তা
পবিত্র রমজান মুমিনের ইবাদতের বসন্তকাল। প্রতিটি মুমিন হৃদয় খুশিতে ভরে উঠে পবিত্র রমজানের আগমনে। পবিত্র রমজানের আগমনী বার্তা দেয় পবিত্র শবে বরাত।
দেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে শবে বরাত পালিত হবে ২৫ ফেব্রুয়ারি দিনগত রাতে।
রোববার সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক। সভা সূত্রে এ তথ্য জানা গেছে।
পবিত্র শবে বরাতের ১৫ দিন পর পবিত্র রমজান। তাই বলা যায় এই রমজানের বার্তা নিয়েই আসে শবে বরাত। ‘শব’ ফারসি শব্দ।এর অর্থ রাত। আর ‘বরাত’ শব্দের অর্থ সৌভাগ্য। আরবিতে একে বলে লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্যের রাত।
আরও পড়ুন : পাত্রীর যেসব জিনিস দেখে বিয়ে করতে বলে ইসলাম
দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় এ রাতে নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। সাধারণ শবেবরাতের ১৫ দিন পর পবিত্র রমযান মাস শুরু হয়। সেটি নির্ধারণ হয় রমজান মাসের চাঁদ দেখার ওপর। যদি শাবান মাস ২৯ তারিখ হয় তবে রমজান শুরু হবে ১১ মার্চ থেকে আর শাবান মাস ৩০ দিন পূর্ণ হলে রমজান শুরু হবে ১২ মার্চ থেকে।
বাংলাবার্তা/জেডএইচ