ছবি: বাংলাবার্তা
স্বপ্ন অনেক সময় ভালো হয়- যা দেখে পুলকিত হই। আবার অনেক সময় ভয়ংকরও হয়- যে স্বপ্ন দেখে আঁতকে উঠি। আজকে ভয়ংকর স্বপ্ন দেখে যে আমলের কথা বলেছেন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে জানবো।
বিখ্যাত সাহাবি আবু কাতাদা (রা.) বলেন, আমি এমন স্বপ্ন দেখতাম যা আমাকে রোগাক্রান্ত করে দিত। শেষে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। তাই যখন কেউ পছন্দনীয় কোন স্বপ্ন দেখে তখন এমন লোকের কাছেই বলবে, যাকে সে পছন্দ করে। আর যখন অপছন্দনীয় কোন স্বপ্ন দেখে তখন যেন সে এর ক্ষতি ও শয়তানের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায় এবং ৩বার থুথু ফেলে আর সে যেন তা কারো কাছে বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোনো ক্ষতি করবে না।’
ভয়ংকর স্বপ্ন দেখলে ৩বার থুথু ফেলবে এবং এ দোয়া পড়বে
أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ وَمِنْ شَرِّ هٰذِه ِالرُّؤْيَا
উচ্চারণ : আউজু বিল্লাহীমিনাশ শায়তানির রাজিম ওয়া মিন শাররি হাজিহীর রু’য়া।
অর্থ: আমি বিতাড়িত শয়তান এবং এই স্বপ্নের অকল্যাণ থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করছি ।
প্রখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে। তাই সে যেন আল্লাহর প্রশংসা করে এবং অন্যের কাছে তা বর্ণনা করে। আর যদি এর বিপরীত অপছন্দনীয় কিছু দেখে, তাহলে তা শয়তানের পক্ষ থেকে। তাই সে যেন এর ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চায়। আর কারো কাছে যেন তা বর্ণনা না করে। তাহলে এ স্বপ্ন তার কোন ক্ষতি করবে না।-সহিহ বুখারি, হাদিস ৬৯৮৫; তিরমিযি, হাদিস ৩৪৫৩
আরও পড়ুন : ৩ দিনের বেশি কথা বন্ধ রাখলে অমুসলিম হয়ে যায়?
ঘুমে ভীত-সন্ত্রস্ত হলে পড়বে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَأَنْ يَّحْضُرُوْنِ
উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন গাদাবিহী ওয়া ইকাবিহী ওয়া শাররি ইবাদিহী ওয়া মিন হামাযাতিশ শায়াতীনি ওয়া আইয়্যাহদুরুন
অর্থ: আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালিমার দ্বারা আশ্রয় চাই তাঁর ক্রোধ ও শাস্তি হতে, তাঁর বান্দাদের অনিষ্ট হতে, শয়তানদের কুমন্ত্রণা হতে এবং আমার নিকট যারা হাযির হয় সেগুলো হতে।
বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে ভয় পেলে সে উপর্যুক্ত দোয়া পড়বে। তাহলে তার কোনো ক্ষতি হবে না।
প্রখ্যাতা সাহাবি আব্দুল্লাহ ইবনে উমর (রা.) তাঁর সন্তানদের মধ্যে প্রাপ্ত বয়স্কদেরকে উক্ত দুআ শিখিয়ে দিতেন আর যারা নাবালেগ তাদের গলায় উক্ত দুআ কাগজের টুকরায় লিখে ঝুলিয়ে দিতেন।
আর ভালো স্বপ্ন দেখলে পড়বে
اَلْحَمْدُ لِلّٰهِ
উচ্চারণ : আলহামদুলিল্লাহ
মহান আল্লাহ আমাদের সবাইকে ভয়ঙ্কর স্বপ্ন থেকে হেফাজত করুন। আমিন।
বাংলাবার্তা/জেডএইচ