ছবি: বাংলাবার্তা
ইবাদতের বসন্তকাল পবিত্র রমজান। প্রতিটি প্রাপ্তবয়স্ক, সুস্থ নারী ও পুরুষের উপর পবিত্র রমজান মাসের রোজা রাখা ফরজ। বিশ্বের প্রতিটি মুসলামান রমজান মাসের জন্য অপেক্ষা করছে।
বিশ্বের বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থানের কারণে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের পার্থক্য দেখা যায়। তাই রোজা রাখার সময়ও কমবেশি হয়। এ বছর রমজানে বাংলাদেশি মুসলিমদের জন্য রোজার সময় হবে প্রায় ১৩ ঘণ্টা ১৩ থেকে শুরু হয়ে ১৩ ঘণ্টা ৫৬ মিনিট পর্যন্ত।
২০২৪ সালের রমজানে সবচেয়ে ছোট দিন রোজা রাখতে হবে চিলির পুয়ের্তো মন্ট শহরটির মুসলিমদের। তাদের ১২ ঘণ্টা ৪৪ মিনিট রোজা রাখতে হবে। আর অন্যদিকে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে গ্রিনল্যান্ডের রাজধানী নুউকের মুসলিমদের ১৭ ঘণ্টা ২৬ মিনিট।
২০২৪ সালে আরব দেশগুলোর রাজধানীতে রোজার সময়
কোমোরোস, সোমালিয়া, জিবুতি, ইয়েমেন, মৌরিতানিয়া, সুদান, ওমান, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইন এসব দেশের মুসলিমদের ১৩ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে।
১৪ ঘণ্টার বেশি রোজা রাখবে আলজেরিয়া, কুয়েত, জর্ডান, মিশর, ইরাক, তিউনিসিয়া, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, লিবিয়া, মরক্কোর মুসলিমরা।
আরও পড়ুন : মেয়েদের নামের সঙ্গে স্বামীর নাম যুক্ত করা জায়েয?
২০২৪ সালে দীর্ঘ সময় রোজা
২০২৪ সালের রমজানে সবচেয়ে দীর্ঘ রোজা রাখতে হবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ডের মুসলিমদের। তাদের ১৭ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে।
স্কটল্যান্ড, ব্রিটেন, কাজাখস্তানের মুসলিমদের ১৫ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে।
এর পরবর্তী অবস্থানেই রয়েছে তুর্কি, ইতালি, কানাডা, স্পেন, ফ্রান্সের মুসলিমরা। এসব দেশের মুসলিমদের ১৪ ঘণ্টার বেশি রোজা রাখতে হবে।
২০২৪ সালে সবচেয়ে কম সময় রোজা
একেবারে কম সময় রোজা রাখবেন দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলিমরা। নিউজিল্যান্ড, চিলির মুসলমানদের গড়ে মাত্র ১২ ঘণ্টা ৪৪ মিনিট রোজা রাখতে হবে।
এবার ১৩ ঘণ্টা ১৫ মিনিট থেকে ১৩ ঘণ্টা ৩২ মিনিট পর্যন্ত রোজা রাখবেন কেনিয়া, ইন্দোনেশিয়া, উগান্ডা, মালয়েশিয়া, মালদ্বীপ, ব্রুনাই, চাদ, মালির মুসলিমরা।
ইসলামি শরিয়তে পৃথিবীর যেসব দেশে সূর্যাস্ত হয় না- সেসব দেশ মক্কা নগরীর সময় অথবা তাদের সবচেয়ে কাছের মুসলিম দেশের সময় অনুসরণ করে রোজা রাখার নির্দেশ দেয়।
মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজান মাসের রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।
বাংলাবার্তা/জেডএইচ