ছবি: বাংলাবার্তা
পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম পানি। পানির মাধ্যমে আমরা পবিত্রতা অর্জন করি। আমরা দেখি, পাহাড় থেকে ঝরনা গড়িয়ে পড়ে। আবার পাথর ফেটেও পানি বের হয়। এগুলো মহান আল্লাহর কুদরত। মহান আল্লাহর কুদরতে পাথর থেকে পানি বের হয়। আবার পাহাড় থেকে ঝরনা প্রবাহিত হয়।
আজ আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অলৌকিক ঘটনা শুনব। মহান আল্লাহর কুদরতে সামান্য একটু পানিতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখার বরকতে ১৫শ সাহাবির অজুর পানি ও খাওয়ার পানি আঙুলের নিচ থেকে বের হয়।
বিখ্যাত সাহাবি জাবির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হুদায়বিয়ার দিন লোকেরা পিপাসার্ত হয়ে পড়লেন। এ সময় প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি চামড়ার পাত্র ভর্তি পানি ছিল মাত্র। তিনি তা দিয়ে অজু করলেন। লোকেরা তাঁর প্রতি এগিয়ে আসলে তিনি তাদেরকে বললেন, কী হয়েছে তোমাদের? তারা বললেন, হে আল্লাহর রাসুল! আপনার চামড়ার পাত্রের পানি ব্যতীত আমাদের কাছে এমন কোনো পানি নেই যা দ্বারা আমরা অজু করব এবং যা আমরা পান করব। জাবির (রা.) বলেন, এরপর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বরকতময় হাত ঐ চামড়ার পাত্রে রাখলেন। অমনি তার আঙ্গুলগুলোর মধ্যস্থল থেকে ঝরণা ধারার মত পানি উথলিয়ে উঠতে লাগলো। জাবির (রা.) বলেন, আমরা সে পানি পানি করলাম এবং তা দিয়ে অজু করলাম। [সালিম (রহ.) বলেন] আমি জাবির (রা.)-কে জিজ্ঞেস করলাম, আপনারা সেদিন কতজন লোক ছিলেন? তিনি বললেন, আমাদের সংখ্যা এক লাখ হলেও এ পানিই আমাদের জন্য যথেষ্ট হত। আমরা ছিলাম তখন ১৫শ লোক মাত্র। (সহিহ বুখারি, হাদিস : ৩৫৭৬)
আরও পড়ুন : ২০২৪ সালে কোন দেশে কত ঘণ্টা রোজা
প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোজেজা দেখে সাহাবির ঈমান কী পরিমাণ মজবুত হয়েছিল। তিনি বলছিলেন, সে পানি দিয়ে তো আমরা চৌদ্দ-পনের শ মানুষ পান করেছিলাম, অজু করেছিলাম। এক লক্ষ মানুষ হলেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় পানি থেকে প্রয়োজন পূর্ণ করতে পারতাম। কারণ, এ পানি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে মহান আল্লাহর পক্ষ থেকে এসেছিল। এটি ছিল মহান আল্লাহর কুদরত। আর মহান আল্লাহর কুদরতের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।
এমনই আরেকটি ঘটনা। বিখ্যাত সাহাবি হযরত আনাস (রা.) বলেন, একবার আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলাম। আমরা মদিনার অদূরে ‘ঝাওরা’ নামক স্থানে ছিলাম। আসরের নামাযের সময় হল। মানুষ অজুর জন্য পানি খুঁজতে লাগল। কোথাও পানি পাওয়া গেল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টি জানানো হল। তাদের কাছে সামান্য কিছু পানি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি পাত্রে পানিটুকু নিয়ে আসো। একটি পাত্রে করে নবীজির কাছে সামান্য পানি আনা হল। নবীজি তাতে হাত রাখলেন (অমনি পাত্রের পানি বৃদ্ধি পেতে লাগল।) এবং সাথীদেরকে এখান থেকে পানি নিয়ে ওজু করতে বললেন। আনাস (রা.) বলেন, ‘আমি দেখলাম, নবীজীর হাতের আঙুলের নিচ থেকে পানি উঠছে। কাফেলার সকলেই এ পানি দিয়ে অযু করল।’ আনাস (রা.)-কে জিজ্ঞেস করা হল, সেদিন আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, তিনশ’র মত। (সহিহ মুসলিম, হাদিস : ২২৭৯)
মহান আল্লাহ আমাদের সবাইকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।
বাংলাবার্তা/জেডএইচ