ছবি: বাংলাবার্তা
মসজিদে আজান হওয়ার আগে নারীরা কি বাসায় নামাজ আদায় করতে পারবেন? প্রশ্নটা আমাদের অনেক মা-বোনের। অনেক মা বোনেরা অজু করে প্রস্তুত হয়ে জায়নামাজে বসে থাকেন। অপেক্ষা করতে থাকেন মসজিদে আজানের। মসজিদে আজান হওয়ার পর নামাজ আদায় শুরু করেন। আজানের আগে নামাজ শুরু করেন না। এটা একটি প্রচলিত ভুল ধারণা।
মসজিদের আজানের সাথে মেয়েদের বাসায় নামাজের কোনো সম্পর্ক নাই। মসজিদের আজানের সাথে পুরুষদের মসজিদে জামাতের সম্পর্ক আছে কিন্তু নারীদের বাসায় নামাজের কোনো সম্পর্ক নাই। নামাজের সম্পর্ক ওয়াক্তের সাথে, আজানের সাথে নয়। মহান আল্লাহ পবিত্র কুরআনে সূরা নিসার ১০৩ নাম্বার আয়াতে বলেছেন,
إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا
‘নিশ্চয়ই নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে।’
আরও পড়ুন : ইসলামে স্বামী-স্ত্রীর বয়সের পার্থক্য কত হওয়া উচিত
তাহলে দেখতে হবে যে, নির্দিষ্ট সময়টা হলো কিনা। জোহরের ওয়াক্ত হলো কিনা, আসরের ওয়াক্ত হলো কিনা। ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে পারবেন, আজান হোক বা না হোক। তাই নারীরা (এবং যারা মসজিদে জামাতে শরিক হবে না) আজান শুনার অপেক্ষা করবে না, ওয়াক্ত হয়ে গেলেই নামাজ শুরু করতে পারবে। আজানের অপেক্ষায় নামাজ শুরু না করে অপেক্ষা করা ভুল। মসজিদের আজান তো ওয়াক্ত হওয়ার সাথে সাথেই দিবে না, পরেও দিতে পারে। একেক মসজিদে একেক সময়ে জামাত অনুষ্ঠিত হয়।
অতএব মসজিদে আজান হলো কি হলো না—এটা মা বোনদের দেখার প্রয়োজন নেই। ওয়াক্ত হয়ে গেছে তারা তাদের মতো করে বাসায় নামাজ আদায় করতে পারবেন। মহান আল্লাহ আমাদের বুঝার তাওফিক দান করুক। আমিন।
বাংলাবার্তা/জেডএইচ