ছবি: বাংলাবার্তা
পর্দা শুনলেই আমাদের কিছু লোকজনের শরীরে আগুন জ্বলে ওঠে। পর্দা কখনোই অগ্রগতির অন্তরায় নয়, পর্দা কখনোই উচ্চশিক্ষা ও উন্নতির পথে বাঁধা নয়। পর্দা হলো নারীর আবরণ, নারীর সম্মান ও মর্যাদা এবং নারীর নিরাপত্তার বেষ্টনী। এই বেষ্টনী না থাকলে নারীর নিরাপত্তা থাকবে না, সম্মানও থাকবে না।
মহান আল্লাহ জীবন্ত অবস্থায় নারীকে পর্দা করার কথা বলেছেন, এমনকি মৃত্যুর পরেও তাকে ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন। এর প্রমাণ পুরুষ মারা গেলে তিন কাপড়ে তাদের ঢাকতে হয়, কিন্তু নারী মারা গেলে তাকে ঢাকতে হয় ৫টি কাপড়ে। কেন তিন আর পাঁচের এই ব্যবধান? নিশ্চয়ই মহান আল্লাহ মৃত্যুর পরেও নারীদেহ উত্তমরূপে ঢেকে রাখার উদ্দেশ্যেই এই বিধান দিয়েছেন।
ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই, হজরত ফাতেমা (রা.)-এর মৃত্যুর সময় যখন ঘনিয়ে এল, তখন তিনি তাঁর স্বামীকে ডেকে বললেন : প্রিয় স্বামী! বোধ হয় এখনই আমার মৃত্যু হবে। আমার মৃত্যু হয়ে গেলে দিনের বেলায় বেশি লোক নিয়ে জানাযা করবেন না। যেহেতু আমি সব সময়ে পর্দায় ছিলাম, আমার গায়ে কাপড়-চোপড় জড়িয়েও যদি মানুষের সামনে জানাযা দেওয়া হয়, তাহলে লোকেরা অন্তত পর্দার ভেতরে বুঝতে পারবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মেয়ে ফাতেমা লম্বা-চওড়া এতটা ছিল। সুতরাং কাউকে দেখাবেন না, রাতের আঁধারে কয়েকজন লোক নিয়ে জানাযা দেবেন।
আরও পড়ুন : রমজানের রোজা বিষয়ে নবীজির নির্দেশনা
নারীর ফিতনা এত মারাত্মক ও ভয়াবহ যে, একটি মানুষকে গোমরাহ করতে যদি শয়তানের লাগে ১০ ঘণ্টা, তবে সেই মানুষটিকে গোমরাহ করতে কোনো নারীর লাগবে মাত্র ১ ঘণ্টা। দেখুন পবিত্র কুরআনে মহান আল্লাহ শয়তানের ষড়যন্ত্র ও চক্রান্তকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ হচ্ছে,
إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا
“নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র ছিল দুর্বল।” (সূরা নিসা, আয়াত নং- ৭৬)। অথচ কুরআনের কারিমের অন্যত্র আল্লাহ তাআলা নারীদের ষড়যন্ত্রকে শক্তিশালী ও বিরাট বলে অভিহিত করেছেন। ইরশাদ হচ্ছে,
إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ
“নিশ্চয় তোমাদের মহিলাদের ষড়যন্ত্র বিরাট।” (সূরা ইউসুফ, আয়াত নং- ২৮)
সুতরাং নারীদের ষড়যন্ত্র ও চক্রান্ত শয়তানের চক্রান্তকেও পেছনে ফেলে দিয়েছে। তাদের চক্রান্ত সফল হলে এ সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। ইসলামি ভাবধারা ক্ষুণ্ন হবে। নারীদের কূটচাল ও ষড়যন্ত্র যেন কাজে না দিতে পারে, এ জন্য ইসলাম তাদের এভাবে ঢেকে রাখার বিধান দিয়েছে।
মহান আল্লাহ আমাদের সকল নারীকে পর্দাবৃত হয়ে চলার তাওফিক দান করুন। আমিন।
বাংলাবার্তা/জেডএইচ