সৌদিতে চাঁদ দেখা গেছে। ছবি : সংগৃহীত
আগামীকাল সোমবার (১১ মার্চ) সৌদিআরবে শুরু হচ্ছে রোজা। ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে চাঁদ উঠার তথ্য প্রথম জানানো হয়।
স্থানীয় সময় রোববার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার পর সৌদিআরবের আকাশ চাঁদ দেখা যায়।
খারাপ আবহাওয়া প্রথমে খালি চোখে চাঁদ দেখার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু পরবর্তীতে আবহাওয়া আবার ঠিক হয়ে যায়।
সন্ধ্যা ৬টার কিছু আগে প্রধান জ্যোতির্বিদ আব্দুল্লাহ আল খুদারি জানান, “এমন আবহাওয়ায় সুদাইয়ের মাজমা বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ থেকে রমজানের চাঁদ দেখা সম্ভব নয়।” কিন্তু পরবর্তীতে চাঁদের দেখে মেলে।
বাংলাবার্তা/এআর