ছবি : সংগৃহীত
আজ শুভ বড়দিন। এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করছেন।
রাজধানীসহ সারাদেশে গির্জাগুলো সাজানো হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা ও তারকা হোটেলগুলোয় আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, দুই হাজার বছর আগে এই দিনেই (২৫ ডিসেম্বর) বেথলেহেমের এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোল আলো করে আসেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা মনে করেন, মানবজাতিকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর জন্ম হয়। তাই তার জন্মদিনটিকে ধর্মীয় নানা আচার ও উৎসবের মধ্য দিয়ে উদযাপন করেন তারা। এটি তাদের প্রধান ধর্মীয় উৎসব।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বাংলাবার্তা/এমআর