
ছবি: সংগৃহীত
অনেকেই কর্মজীবনে কঠোর পরিশ্রম করেন, তবুও কাঙ্ক্ষিত সাফল্য পান না। চাকরির পদোন্নতি, বেতন বৃদ্ধি বা পেশাগত উন্নতির অভাব হতাশার কারণ হতে পারে। পাকিস্তানের বিশিষ্ট ধর্মীয় বক্তা মাওলানা আজাদ জামিল এ বিষয়ে একটি বিশেষ আমল ও দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি রমজান উপলক্ষে এক্সপ্রেস এন্টারটেইনমেন্টের বিশেষ অনুষ্ঠান ‘পিয়ারা রমজান’-এ তিনি এই পরামর্শ দেন।
ক্যারিয়ারে অগ্রগতির প্রশ্নে পরামর্শ
অনুষ্ঠানে এক দর্শক তার পেশাগত জীবনে উন্নতি না হওয়ার বিষয়ে প্রশ্ন করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করলেও তার পদোন্নতি হচ্ছে না, যা তাকে হতাশাগ্রস্ত করে তুলছে। উপস্থাপিকা জাভেরিয়া সউদ দর্শকের প্রশ্নটি উপস্থাপন করার পর মাওলানা আজাদ জামিল বিষয়টি ব্যাখ্যা করেন।
কর্মজীবনে সাফল্যের জন্য বিশেষ দোয়া
মাওলানা জামিল ব্যাখ্যা করেন যে, চাকরির উন্নতি কেবলমাত্র ব্যক্তিগত যোগ্যতার ওপর নির্ভর করে না। কর্মক্ষেত্রের পরিবেশ ও অন্যান্য বাহ্যিক কারণও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি পেশাগত জীবনে উন্নতি এবং বেতন বৃদ্ধির জন্য একটি বিশেষ আমল করার পরামর্শ দেন।
তিনি বলেন, প্রতিদিন ৩১৩ বার ‘ইয়া জুল জালালি ওয়াল ইকরাম’ পড়তে হবে এবং এর আগে ও পরে দরুদ শরিফ পাঠ করতে হবে। তিনি আশ্বাস দেন যে, এই আমল নিয়মিত করলে ইনশাআল্লাহ প্রথম মাসের মধ্যেই ইতিবাচক ফলাফল দেখা যাবে।
যোগ্যতার উন্নয়নের প্রয়োজনীয়তা
তবে তিনি এটাও উল্লেখ করেন যে, শুধুমাত্র দোয়ার ওপর নির্ভর করাই যথেষ্ট নয়। পেশাগত দক্ষতা ও কর্মদক্ষতাও উন্নত করা গুরুত্বপূর্ণ। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সঙ্গে কাজ করলে দোয়ার বরকতও তত দ্রুত মিলবে।
দর্শকদের প্রতিক্রিয়া
রমজান মাসে প্রচারিত এই বিশেষ অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। বিশেষ করে, উপস্থাপিকা জাভেরিয়া সউদের সাবলীল উপস্থাপনা এবং ধর্মীয় আলোচনার মান দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
এছাড়া, মাওলানা জামিলের দেওয়া এই আমল ও পরামর্শ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই এই দোয়া পড়তে শুরু করেছেন এবং ইতোমধ্যে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন।
কর্মজীবনে উন্নতি পেতে হলে কেবল পরিশ্রম নয়, আল্লাহর রহমতের জন্যও দোয়া করা জরুরি। মাওলানা আজাদ জামিলের এই পরামর্শ যারা অনুসরণ করছেন, তারা ইতিবাচক ফলাফলের আশায় আছেন। যারা চাকরিতে উন্নতি চান, তারা চেষ্টা ও দোয়া—দুটোই সমানভাবে অবলম্বন করলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারবেন।
বাংলাবার্তা/এমএইচ