
ছবি: সংগৃহীত
আজ শুক্রবার, মাহে রমজানের শেষ জুমা, যা মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ নামে পরিচিত। দিনটি ইসলামের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ফজিলতপূর্ণ। এই দিনকে কেন্দ্র করে মুসলমানরা বিশেষ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন এবং আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করেন।
রমজানের শেষ জুমার বিশেষ তাৎপর্য রমজান হলো আত্মশুদ্ধির মাস, আর এর শেষ শুক্রবারকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ মনে করা হয়। অনেক মুসলমান বিশ্বাস করেন, এই জুমা তাঁদের জীবনের শেষ রমজানের জুমা হতে পারে, তাই তাঁরা বিশেষভাবে এবাদত করে থাকেন। মসজিদে মসজিদে জুমার নামাজ আদায়ের পর বিশেষ মোনাজাত করা হয়, যেখানে আল্লাহর সন্তুষ্টি ও রহমত কামনা করা হয়।
বিশ্বব্যাপী জুমাতুল বিদার গুরুত্ব জুমাতুল বিদার দিনকে ঘিরে বিশ্বজুড়ে মুসলমানরা বিশেষ কর্মসূচির আয়োজন করে থাকেন। অনেক দেশে এই দিনটি ‘আল কুদস দিবস’ হিসেবেও পালন করা হয়। ফিলিস্তিনসহ বিভিন্ন স্থানে মুসলিম উম্মাহর অধিকার রক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও র্যালি আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন ইসলামিক সংগঠন বিশেষ আলোচনা সভা ও ইফতারের আয়োজন করে থাকে।
ইবাদতের বিশেষ দিক জুমাতুল বিদার দিন মুসলমানরা বিশেষ নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির-আজকার ও নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন। এদিন দান-সদকা করাও অত্যন্ত ফজিলতপূর্ণ বলে গণ্য করা হয়।
রমজানের শেষ শুক্রবারটি মুসলিম উম্মাহর জন্য এক বিশেষ দিন, যা আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত লাভের অপার সুযোগ এনে দেয়। তাই দিনটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা প্রত্যেক মুসলমানের জন্য এক গুরুত্বপূর্ণ দায়িত্ব।
বাংলাবার্তা/এমএইচ