
ছবি: সংগৃহীত
গাজায় ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসন শুধু মানবিক বিপর্যয়ই নয়, বরং অনেক ইসলামী চিন্তাবিদের মতে, এটি কুরআনে বর্ণিত এক ভবিষ্যদ্বাণীরই অংশ। গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘাতকে কেন্দ্র করে ইসরাইলি বাহিনী গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। নারী ও শিশুদের রক্তে রঞ্জিত এই ভূমি আজ কাঁদাচ্ছে বিশ্ব বিবেককে।
পবিত্র কুরআনের সূরা বনি ইসরাঈলে আল্লাহ তায়ালা বলেছেন, বনী ইসরাইল দুইবার পৃথিবীতে বড় ফিতনা সৃষ্টি করবে এবং তাদের বিরুদ্ধে আল্লাহ কঠিন প্রতিশোধ নেবেন। ইতিহাসের পাতায় একবার সে শাস্তি নেমে এসেছিল। দ্বিতীয়বার আবারো তাদের মুখ বিকৃত করে ধ্বংসযজ্ঞ চালানো হবে—এমনটাই বলা হয়েছে কুরআনে।
মুফাসসিরগণ মনে করেন, ইসরাইলের বর্তমান কর্মকাণ্ড এবং মুসলিম বিশ্বের প্রতি তাদের দমননীতি কুরআনের সেই দ্বিতীয় প্রতিশোধের ইঙ্গিতবাহী। ইহুদি জাতির দম্ভ, অবাধ্যতা ও অন্যায় একসময় তাদের জন্য ধ্বংসের কারণ হবে, এবং আল্লাহর শাস্তি অবধারিতভাবে নেমে আসবে।
বাংলাবার্তা/এমএইচ