
ছবি: সংগৃহীত
জুমার দিন ভ্রমণে বের হওয়া মাকরুহ নয়, তবে কিছু শর্তের অধীনে এটি মাকরুহে তাহরিমি হতে পারে। যদি জুমার নামাজ পড়া সম্ভব না হয় বা সফরের জন্য শরিয়তসম্মত ওজর না থাকে, তাহলে জুমার ওয়াক্ত হওয়ার পর সফরে বের হওয়া মাকরুহ। তবে যদি জুমার নামাজ পড়ার সুযোগ থাকে, তাহলে এমন সফর মাকরুহ হতে পারে। রাসুল (সা.) বলেন, "যে ব্যক্তি ধারাবাহিকভাবে তিনটি জুমার নামাজে অনুপস্থিত থাকে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।" (সুনানে নাসাঈ: ১৩৭২)। তাই, জুমার নামাজের গুরুত্ব অনেক বেশি এবং যথাসম্ভব তা সময়মতো আদায় করা উচিত।
এছাড়া, জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজে উপস্থিত থাকা। কোরআনে উল্লেখ করা হয়েছে, জুমার আজানের পর সব দুনিয়াবি কাজকর্ম স্থগিত করে মসজিদে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। (সুরা জুমা: ৯)। এটি ইসলামিক শিষ্টাচার এবং জুমার নামাজের সঠিকভাবে আদায় নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা।
বাংলাবার্তা/এমএইচ