ছবি: সংগৃহীত
শুক্রবার (১৯ জানুয়ারি) মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। সেই মোতাবেক টুর্নামেন্ট শুরুর বাকি কেবল আর দুই দিন। কিন্তু এখনও সবচেয়ে বেশি ম্যাচ আয়োজনের ভেন্যু শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লাগেনি টুর্নামেন্টের কোনো রঙ।
টুর্নামেন্ট শুরুর বাকি মাঝে আর একদিন। এমন সময়ে এসে বোর্ড ঘোষণা করতে যাচ্ছে কারা হবেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর। একইসঙ্গে এখনও পুরোপুরি ঠিক করা হয়নি ভাঙা চেয়ারগুলোও।
আগেরবারের মতো এবারও নেই বিপিএলের কোনো উদ্বোধনী অনুষ্ঠান। নেই বড় কোনো তারকার উপস্থিতিও। সব মিলিয়ে আয়োজন দেখে চোখ বন্ধ করেই বলে দেয়া যায় কোনোমতে আয়োজনের দায় সারতেই কর্তৃপক্ষের সব কার্যকলাপ।
এমন দৈন্যদশা যেই টুর্নামেন্টের সেই টুর্নামেন্টের প্রতি দর্শকদের কেমন আগ্রহ থাকবে সেটি বলার অপেক্ষা হয়তো রাখে না। এদিকে টিকিট বিক্রির প্রথম দিনে মাইকিং করেও দর্শক খুঁজে পায়নি টিকিট বিক্রির দায়িত্বে নিয়োজিতরা। হাতে গোণা কয়েকজনকে টিকিট কিনতে দেখা গিয়েছিল শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে।
আয়োজকদের যেমন বেহাল দশা, তেমনই বেহাল দশা ফ্র্যাঞ্চাইজিগুলোরও। সেহস মুহূর্তে এসে ফ্র্যাঞ্চাইজিগুলো নির্ধারণ করছে তাদের অধিনায়ক। বাকি পাঁচ দল তাদের অধিনায়কের নাম জানিয়ে দিলেও এখনও দুর্দান্ত ঢাকা ও ফরচুন বরিশাল ঘোষণাই করতে পারেনি তাদের কাপ্তানের নাম।
খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে দেখা যাবে আনামুল হক বিজয়কে। গেলবারের মতোই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ভরসা শুভাগত হোম চৌধুরী। কুমিল্লা ইমরুল কায়েসকে সরিয়ে অধিনায়কের পদে বসিয়েছে লিটন দাসকে। দুর্দান্ত ঢাকা- মোসাদ্দেক হোসেন সৈকত না তাসকিন আহমেদকে অধিনায়ক করবে সে বিষয়ে রয়েছে দদুল্যমান।
সিলেট স্ট্রাইকার্স অধিনায়কের ব্যান্ড রাখছে মাশরাফী বিন মোর্ত্তজার হাতেই। ফরচুন বরিশালও তামিম ইকবাল না মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করবে সে বিষয়ে এখনও সিদ্ধান্তে আসতে পারেনি। আর যেহেতু সাকিব আল হাসান বিপিএলের শুরু থেকে খেলবেন না, তাই রংপুর রাইডার্স অধিনায়কের দায়িত্বভার দিয়েছে নুরুল হাসান সোহানের ওপর।
বার্তাবাংলা/এনএ