
সংগৃহীত
নিজের সুবিধামতো বদলি পেতে বেপরোয়া কৌশল অবলম্বন করেন কর কর্মকর্তা মো. রেজাউল গনি। ইনকিলাব মঞ্চের নামে উড়ো চিঠি পাঠিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে আলোড়ন সৃষ্টি করতে চেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নিজেই সেই ষড়যন্ত্রের ফাঁদে আটকে গেলেন।
সূত্র জানায়, কর অঞ্চল গাজীপুরে গত ১০ ফেব্রুয়ারি ‘ইনকিলাব জিন্দাবাদ মঞ্চ’ নামে একটি চিঠি আসে। এতে কর অঞ্চলের সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগ তোলা হয়। এমনকি কিছু কর্মকর্তাকে পরিবর্তন না করলে কর অফিসে হামলার হুমকিও দেওয়া হয়।
চিঠিটি পাওয়ার পর কর কমিশনার খালেদ শরীফ আরেফিন তদন্ত শুরু করেন। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য—এই চিঠি পাঠানোর পেছনে রয়েছেন কর অঞ্চলের সহকারী কমিশনার মো. রেজাউল গনি। চিঠিটি টাঙ্গাইলের একটি ডাকঘর থেকে পোস্ট করা হয়েছিল, যা পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া যায়।
তদন্তে উঠে আসে, রেজাউল গনি নিজের গাড়িচালকের মাধ্যমে চিঠিটি পোস্ট করেন। চালক স্বীকার করেন, রেজাউল গণির নির্দেশেই তিনি এই কাজ করেছেন। প্রমাণের মুখে পড়ে রেজাউল গনি নিজেও তার দোষ স্বীকার করেন এবং ক্ষমা চান।
এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কর কমিশনার। কমিশনার খালেদ শরীফ আরেফিন জানিয়েছেন, এটি এনবিআরের জন্য বিব্রতকর ঘটনা। শোকজের জবাব পর্যালোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মকর্তা মো. রেজাউল গণির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি বা বার্তার জবাব দেননি।
বাংলাবার্তা/এমএইচ