সংগৃহীত ছবি
সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে নেইমারের অভিষেকটা হয়েই গেল। স্মরণীয় করে রাখার মতো এক জয়ও পেয়েছে তার দল। আল রিয়াদকে ৬-১ গোলে হারিয়েছে হিলাল।
জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক-অনুভূতির কথা জানিয়েছেন নেইমার।
সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন, ‘অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত। ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ।’
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নেইমারের অভিষেকের জন্য অপেক্ষায় থাকতে হয়েছিল আল হিলালকে। এর মধ্যে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে মাঠে ফেরেন নেইমার।
রেকর্ড গড়া এক গোলে পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের হয়ে গোল করায় সবার ওপরে উঠেও যান এই ব্রাজিলিয়ান তারকা। জাতীয় দলের হয়ে দায়িত্ব শেষ করেই নেইমার যোগ দেন ক্লাবের সঙ্গে। আর শুক্রবার রাতে হয়ে গেছে তার অভিষেক। সৌদি প্রো লিগে নেইমার পেয়েছেন মনে রাখার মতো এক অভিষেকও।