ছবি সংগৃহীত
মেজর লিগ সকারে ইন্টার মায়ামি সবশেষ ম্যাচ খেলেছে টরন্টো এফসির বিপক্ষে। বৃহস্পতিবারের সেই ম্যাচে ৪-০ গোলে জিতে মায়ামি। তবে এরপরও দলটির ভক্তরা কি আর খুশি হতে পেরেছিলেন! লিওনেল মেসি যে ৩৬তম মিনিটেই ছাড় ছেড়েছিলেন অস্বস্তি নিয়ে।
এরপর থেকেই আর্জেন্টাইন তারকার কী হলো, এনিয়ে কৌতূহল সবার। বড় কোনো চোট পেলেন কিনা, কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে?- এসব প্রশ্নই ঘুরছে সবার মনে।
গতকাল ম্যাচের পরই মায়ামি কোচ টাটা মার্তিনো বলেছিলেন, ‘চিকিৎসকের প্রতিবেদন দেখতে হবে। তারা যা বলবেন, সেসবের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব।’ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার যা ফল, তা মেসি ভক্তদের স্বস্তিই দেবে। কারণ, তাতে কোনো চোট ধরা পরেনি।
এমনিতে ধারণা করা হচ্ছিল, মেসি ডান পায়ে চোট পেয়েছেন, কিংবা মাংসপেশিতে ক্লান্তি ভর করেছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা বলছে, নতুন করে কোনো চোট পাননি মেসি। ডানপায়ের পুরোনো অস্বস্তিটাই ফিরে এসেছিল কেবল। যদি এমনটাই হয়, তবে আগামী বৃহস্পতিবার ইউএস ওপেন কাপের ফাইনালে দেখা যাবে মেসিকে।
তবে তার আগে এমএলএসে অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ মায়ামির। এই ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক যে খেলবেন না, এটা নিশ্চিতই বলা যায়।
আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক টিওয়াইসি স্পোর্টস লিখেছে, এটা নিশ্চিত যে মেসির চোট নেই। আগামী সপ্তাহে হিউস্টন ডায়নামোর বিপক্ষে ইউএস ওপেন কাপের ফাইনালে তিনি শুরু থেকেই খেলবেন বলে আশা করা যাচ্ছে।
ফলে আগামী মাসে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই ম্যাচে তাকে নিয়ে যে শঙ্কা নেই, এটা বলাই যায়।