সংগৃহীত ছবি
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার সময় খুব বাজে কাটছে। সবশেষ ম্যাচে ভারতের কাছে ৫৫ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সাধারণ সম্পাদক পদত্যাগ করেন। এবার পুরো বোর্ডকে বরখাস্ত করলেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে।
দুর্নীতির অভিযোগে গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কা ক্রিকেট রনসিংহের চোখের বিষ হয়ে উঠেছিল। সোমবার তার কার্যালয় এক বিবৃতিতে জানায়, আগের কমিটিকে বরখাস্ত করা হয়েছে। নতুন অন্তর্বতীকালীন বোর্ডের সভাপতি করা হয়েছে ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। বিবৃতিতে বলা হয়, ‘ক্রীড়ামন্ত্রী রোশান রনসিংহে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করেছেন।’
নতুন সাত সদস্যের প্যানেলে রাখা হয়েছে একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারক ও সাবেক বোর্ড প্রেসিডেন্টকে।
বোর্ডের দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা সেক্রেটারি মোহন ডি সিলভা পদত্যাগ করার একদিন পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
গত সপ্তাহে ভারতের কাছে ৩০২ রানে হারের পর প্রকাশ্যে পুরো বোর্ডকে পদত্যাগের দাবি জানান রনসিংহে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট কর্মকর্তাদের অফিসে থাকার কোনও নৈতিক অধিকার আর নেই।’
ওই হারের পর শনিবার থেকে ক্রিকেট ভক্তরা বিক্ষোভে নামে এবং কলম্বোতে বোর্ড অফিসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়।
সোমবার শ্রীলঙ্কা তাদের অষ্টম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে। বিশ্বকাপের শেষ চারে উঠতে হলে গাণিতিকভাবে মিরাকল ঘটাতে হবে তাদের।