ছবি সংগৃহীত
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতকে ৪ উইকেট হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুবাইয়ের মাটিতে এই অর্জন করলো অনূর্ধ্ব-১৯ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির দল। ভারতের ছোট পুঁজিকে বিদায় করে ৪৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের টাইগার যুবারা।
বাংলাদেশের লক্ষ্য খুব বড় না হলেও একটু দুশ্চিন্তা ছিলই। ১৮৯ রান তাড়া করতে নেমে যে ৩৪ রানেই ৩ উইকেট হারায় যুবারা। সেখান থেকেই উঠিয়ে নিয়ে আসে আরিফুলের চোখ ধাঁধানো এক ইনিংস।
দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪২.৪ ওভারে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন মুরুগান অভিষেক। এছাড়া ৫০ রান আসে মুশির খানের ব্যাট থেকে।
বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া দুটি করে উইকেট শিকার করেন রোহানাত দৌল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবন।
বাংলাবার্তা/এসএ