ফাইল ছবি
সদ্য সমাপ্ত ২০২৩ সালটা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের বেশ ব্যস্ত একটি বছর। এ বছরেই ক্রিকেট ক্যালেন্ডারে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে বাংলাদেশকে। গেল বছর মোট ৫০টি ম্যাচ খেলেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে ২০২৪ সালে এসে টাইগারদের ব্যস্ততার পরিমাণ যে কমবে সেটি বলার কোনো উপায় নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাদেই এ বছর তাদের দ্বীপাক্ষিক সিরিজ খেলতে হবে ৭টি। সেখানে মোট ম্যাচ ৪০টি।
চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বছর শুরু হবে টাইগারদের। সেটি শেষ হতে না হতেই দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে দেশে আসবে জিম্বাবুয়ে।
এরপর মে মাসটা কিছুটা বিশ্রাম পেলেও জুনে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে পরীক্ষা।
বিশ্বকাপের পর মূলত আর দম ফেলার জো নেই। জুলাই থেকে টানা ডিসেম্বর পর্যন্ত ২২ গজে লড়তে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। লঙ্কা সিরিজ দিয়ে শুরু হওয়া বছরের পরিসমাপ্তি হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ডিসেম্বরে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক ২০২৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সূচি:
জানুয়ারি: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
মার্চ: শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ; দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি
এপ্রিল: ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ; দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি
জুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ
জুলাই: আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে সিরিজ; দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি
আগস্ট: বাংলাদেশ দলের পাকিস্তান সফর; দুটি টেস্ট
সেপ্টেম্বর: বাংলাদেশ দলের ভারত সফর; দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে
অক্টোবর: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ; দুটি টেস্ট
নভেম্বর-ডিসেম্বর: বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর; দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি
বাংলাবার্তা/এনএ