ছবি: সংগৃহীত
বছরের শেষটা ইংলিশ জায়ান্ট লিভারপুল করেছিল প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। দাপটের সঙ্গে ২০২৩ সাল শেষ করার পর নতুন বছরের শুরুটাও তারা করলো একই ভঙ্গীতে। ২০২৪ সালের শুরুটা অল রেডরা করেছে নিউ ক্যাসেলের বিপক্ষে ৪-২ গোলের জয় দিয়ে। বড় জয়ের এই ম্যাচে জোড়া গোল পেয়েছেন মোহাম্মদ সালাহ।
নিউ ক্যাসেলের বিপক্ষে ম্যাচের আগে পয়েন্ট টেবিলে সমান পয়েন্ট থাকা স্বত্বেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় অ্যাস্টন ভিলাকে দুইয়ে নামিয়ে টেবিলের শীর্ষস্থানে ছিল লিভারপুল। অ্যানফিল্ডে সোমবার এই জয়ের সুবাদে এবারে পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষস্থান পোক্ত করল অল রেডরা।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাচ্ছিল লিভারপুল। ম্যাচের ২০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে এগিয়ে যাওয়ার দুর্দান্ত এক সুযোগ এসেছিল তাদের। কিন্তু সালাহর ধীরগতির শট ঠেকাতে বেগ পেতে হয়নি ক্যাসেলের গোলরক্ষকের। স্বাগতিকদের আক্রমণের জবাবটা সুবিধা মতো দিতে পারছিল না দ্য ম্যাগপাইরা। আর তাতেই প্রথমার্ধে গোলশূন্য থাকতে হয় দুই দলকেই।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় অল রেডরা। সে সুবাদে চার মিনিটের মাথায় দারউইন নুনেজের পাস ধরে ডেডলক ভেঙ্গে দলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ।
তবে লিভারপুলের বেশিক্ষণ লিড ধরে রাখা সম্ভব হয়নি। ম্যাচের ৫৪ তম মিনিটে ক্যাসেলের সুইডিশ ফরোয়ার্ড আলেক্সান্ডার আইজ্যাকের গোল ম্যাচে সমতা নিয়ে আসে।
৭৪ মিনিটের মাথায় স্বাগতিকদের এগিয়ে দেন কার্টিস জোনস। চার মিনিট বাদেই ব্যবধান ৩-১ এ নিয়ে যান কডি গাকপো।
ম্যাচে ফিরতে মরিয়া নিউক্যাসেল ৮১ মিনিটের মাথায় সভেন বটম্যানের হেডে আশা জাগিয়ে তুলে স্কোরলাইন নিয়ে যায় ৩-২ এ। কিন্তু ৮৬ তম মিনিটে পেনাল্টি থেকে ফের ব্যবধান বাড়িয়ে দেন সালাহ। শেষ পর্যন্ত দুই গোল আর শোধ করা সম্ভব হয়নি নিউক্যাসেলের পক্ষে। যে কারণে ৪-২ গোলের হারকে সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় তাদের।
বাংলাবার্তা/এনএ