ফাইল ছবি
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। সোমবার (১ জানুয়ারি) রাত ১০টা ৪০ মিনিটে টাইগারদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ক্রিকেটাররা দেশে ফিরলেও কোচিং প্যানেলের বিদেশি স্টাফরা কেউ ফেরেননি। সকলেই নিজ নিজ পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন নিউজিল্যান্ড থেকেই।
ছুটি কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগে বাকিরা ফিরলেও ফিল্ডিং কোচ শন ম্যাকডরমট ও ট্রেইনার নিক লির সঙ্গে বোর্ডের চুক্তি শেষ হয়ে যাওয়ায় এ দুজন ফিরবেন না বলে জানা গেছে।
ক্রিকেটাররাও দেশে ফিরে থাকবেন ছুটিতে। ১৯ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসরের মধ্য দিয়ে ফের মাঠে নামবেন তারা।
তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে তাদের বেশ দেরি। কেননা মার্চে শ্রীলঙ্কা সিরিজের আগে বাংলাদেশের আর কোন দ্বীপাক্ষিক সিরিজ নেই। ঘরর মাঠে মার্চের শুরুতে লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
উল্লেখ্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজে শিরোপা ভাগাভাগি করেছে বাংলাদেশ।
বার্তাবাংলা/এনএ