ফাইল ছবি
বিদায়ী বছরের পারফরম্যান্সটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুটা ধূসর সাদা হলেও শেষটা টাইগারদের হয়েছে তুলনামূলক রঙ্গিন। দুটি বড় অর্জন যোগ হয়েছে টাইগারদের প্রাপ্তির ঝুলিতে। এর ভেতর একটি হলো নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে ওয়ানডেতে জয়। দ্বিতীয় সাফল্য হলো টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করা। এই দুই জয়ের মধ্য দিয়ে রঙ্গিন পোশাকে কিউইদের মাটিতে তাদের হারানোর ২২ বছর ধরে লালন করে রাখা আক্ষেপের অবসান ঘটে।
নিঃসন্দেহে টাইগারদের জন্য এটি অনেক বড় অর্জন। কেননা সাদা বলের ক্রিকেটে জয়টাও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম, আর সাদা বলের ক্রিকেটে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজ ড্র করার বিষয়টিও প্রথম।
বিদেশ থেকে হতাশা নিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের দেশে ফেরার দৃশ্যটা খুবই সাধারণ ও নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক সময়ে। কিন্তু নতুন বছরের শুরুতে টাইগাররা নিউজিল্যান্ড সিরিজ শেষ করে দেশে ফিরেছে একরাশ উচ্ছ্বাস নিয়ে। শিরোপা আনতে না পারলেও কিউইদের মাটিতে তাদের বধের স্বাদটা নিয়ে সন্তুষ্টচিত্তে সোমবার রাত ১০টা ৪০ মিনিটে দেশে ফিরেছেন টাইগাররা।
পুরো দলের উচ্ছ্বাসটাই যেন এ সময় ফুটে ওঠে তরুণ পেসার শরিফুল ইসলামের কণ্ঠে।
দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ ভালো একটা সিরিজ গেছে। টি-টোয়েন্টি সিরিজটা আমাদের পক্ষে ছিল। দ্বিতীয় ম্যাচটা যদি বৃষ্টি না আসত ইনশা আল্লাহ হয়তো আমরা জিততাম। জানি না খেলা হলে কী হতো, কিন্তু যতটুকু খেলা হয়েছে আমাদের পক্ষে ছিল।’
গেল বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী শরিফুল মনে করছেন আর নিউজিল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে দিন বদলের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ভবিষ্যতে এমন আরও কীর্তি হবে বলেও মনে করেন তিনি।
শরিফুল বলেন, ‘কেবল তো শুরু। একজন মাত্র হয়েছে ভবিষ্যতে আরও অনেকে হবে ইনশা আল্লাহ আশা করি। এখান থেকেই আমরা ঘুরে দাঁড়াব। যে কোনো কন্ডিশনে গেলে চেষ্টা করব যে যার সেরাটা দেওয়ার।’
বার্তাবাংলা/এনএ