ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে বুধবার (৩ জানুয়ারি) নিজের ক্যারিয়ারের শেষ টেস্টটি খেলতে নামবেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। কিন্তু নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচের আগ মুহূর্তে বড় রকমের ধাক্কা খেলেন বাঁহাতি এই ব্যাটার।
প্রতিটি ক্রিকেটারের কাছেই নিজের টেস্ট অভিষেকের ক্যাপটা বড় মূল্যবান জিনিস। ঐতিহ্যগত দিক থেকে দেখলে ক্রিকেটারদের কাছে এই টেস্ট ক্যাপটি অমূল্য। এমনই এক অমূল্য সম্পদ ওয়ার্নার হারিয়ে ফেলেছেন, তাও আবার নিজের বিদায়ী টেস্টের ঠিক আগ মুহূর্তে।
ঘটনাটি ঘটেছে মেলবোর্ন থেকে সিডনিতে যাওয়ার সময় বিমানে। ফ্লাইটেই হারিয়ে যায় তার টেস্টে অভিষিক্ত হওয়ার সময় পাওয়া ব্যাগি গ্রিণ। অভিষেকের দিন পাওয়া সেই ক্যাপ তিনি রেখেছিলেন পরম যত্নে। আর সেই যত্নে থাকা জিনিসটিই তিনি হারিয়ে ফেললেন ক্যারিয়ারের বিদায় লগ্নে এসে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে তিনি হার হারানো ব্যাগি গ্রিণ ফিরে পেতে রীতিমত আকুতিই করেছেন।
যদি কেউ সেটি পেয়ে থাকেন, তবে সেই ক্যাপটি ফিরিয়ে দেওয়ার আকুতি করে তিনি বলেন, 'লাগেজ থেকে নিয়ে আমার ব্যাগি গ্রিণটাকে আমি ব্যাকপ্যাকে রেখেছিলাম। এটার সাথে আমার অনেক আবেগ জড়িত। এটা আমি যে কোনো মূল্যে ফিরে পেতে চাই। ওটা আমার শেষ সম্বল।'
তিনি আরও বলেন, 'কেউ যদি ব্যাগপ্যাকটি পেয়ে থাকেন, বা কারও যদি ওই ব্যাগপ্যাকটিই প্রয়োজন হয়, তাহলে তার উদ্দেশ্যে বলছি, ওরকম আরেকটা ব্যাগপ্যাক আমার আছে। সেটি আমি তাকে দিয়ে দিব। আমি তাকে নিশ্চিত করছি যে তিনি কোনো সমস্যায় পড়বেন না কোনোভাবেই। আমি খুশিমনেই তাকে ব্যাগপ্যাকটি দিয়ে দেব।'
মূলত ওয়ার্নারের কাছে দুটি ব্যাগি গ্রিণ ছিল। একটি হলো তার টেস্ট অভিষেকের সময় পাওয়া। আরেকটি প্রথমটি নষ্ট হয়ে যাওয়ায় পরে তাকে দেওয়া হয়েছিল। ওয়ার্নার হারিয়ে ফেলেছেন তার প্রথম ক্যাপটি।
বাঁহাতি এই ক্রিকেটারের ক্যাপ ফেরত পাওয়ার সম্ভাবনা আপাতদৃষ্টিতে খুবই কম। কেননা বিমানবন্দর ও আশেপাশের সিসিটিভি ক্যামেরা ইতোমধ্যেই পর্যালোচনা করা হয়েছে। সেখানে ওয়ার্নারের ব্যাগপ্যাক নিতে বা সেই ব্যাগপ্যাকসহ কাউকে শণাক্ত করা যায়নি এখন অবধি।
বাংলাবার্তা/এনএ