তামিম ইকবাল । ফাইল ছবি
বিশ্বকাপে ভরাডুবির কারণ খুঁজে বের করতে টুর্নামেন্টের পরপরই তদন্ত কমিটি গঠন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোমধ্যেই দলের প্রায় সকল ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে কথাবার্তা সম্পন্ন করেছে তদন্ত কমিটি। কেবল অধিনায়ক সাকিব আল হাসান বাকি রয়েছেন। তার সঙ্গে আলোচনার পর চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে কমিটি।
কিন্তু সাকিবের সঙ্গে আলোচনার আগে সাবেক ওয়ানডে দলপতি তামিম ইকবালের সঙ্গে কথা বলার জন্য তাকে তলব করেছে তদন্ত কমিটি। দলে না থাকার পরও তাকে তলব করায় সৃষ্টি হয়েছে নানা প্রশ্নের।
তামিমকে তলব করার বিষয়টি বার্তা বাংলাকে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য আকরাম খান।
আকরাম বলেন, 'কি কারণে তলব করা হয়েছে সেটি এখনই বলা যাবে না। এনায়েত ভাই তদন্ত কমিটির প্রধান। উনি কথা বলতে চেয়েছেন তামিমের সঙ্গে। এখনও সময় চূড়ান্ত হয়নি। সময়টা এনায়েত ভাইই ঠিক করবেন। ও (তামিম) ওমরা করতে গিয়েছে। আসুক। আসার পর ওর সাথে বসা হবে।'
বিশ্বকাপের আগ মুহূর্তে নিজের ফিটনেস ইস্যুর দেখিয়ে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিলেও দল দেশ ছাড়ার পর ফেসবুক লাইভে এসে বিশ্বকাপে না খেলার জন্য বিস্ফোরক কিছু কারণ জানিয়েছিলেন তামিম।
ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আগে দলের ভেতরকার অবস্থা তামিমের মুখ থেকে শুনতেই তাকে তলব করা হয়েছে। ড্রেসিংরুমের প্রকৃত ঘটনা জানতেই হয়তো বাঁহাতি এই ওপেনারকে ডেকে পাঠানো হয়েছে।
বার্তাবাংলা/এনএ