নির্বাচনী প্রচারণায় মাশরাফী (ছবি: বাংলাবার্তা)
দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচন। আসন্ন জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে লড়ছেন দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।
ইতোমধ্যেই সাকিবের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন দেশের বেশ কয়েকজন ক্রিকেটার। এবারে বাঁহাতি এই অলরাউন্ডারের নির্বাচনী প্রচারণায় যোগ দিলেন নড়াইল-২ আসন থেকে দাঁড়ানো সংসদ সদস্য পদপ্রার্থী, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় নড়াইল থেকে মাগুরায় সাকিবের কাছে যান ম্যাশ। সেখানে গিয়ে মাগুরার সরকারি ডাকবাংলোতে সাকিবের সঙ্গে দেখা করেন তিনি। দুপুরের পর নির্বাচনী প্রচারণায় বের হওয়ার কথা রয়েছে তাদের।
শ্রীপুরে বিকেলে সাকিবের একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল দেশসেরা এই অধিনায়কের। কিন্তু একই সময়ে ম্যাশের নিজের নির্বাচনী এলাকায় আরও একটি অনুষ্ঠান পড়ে যাওয়ায় বিকেলের পরিবর্তে বেলা ১২টায় সাকিবের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যান ম্যাশ।
এর আগে নিউজিল্যান্ড থেকে দেশে ফিরেই সাকিবের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে মাগুরা যান সৌম্য সরকার। এ সময় সেই প্রচারণায় ছিলেন সাব্বির রহমান, রনি তালুকদার, মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।