ছবি সংগৃহীত
নতুন বছরের শুরুতেই ক্রিকেটের বেশ কয়েকটি নিয়মে পরিবর্তন এনেছে আইসিসি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইসিসির এক সাধারণ সভাতে এ সকল পরিবর্তনের নিয়ম পাস করা হয়। পরিবর্তন এসেছে রিভিউ সিস্টেম, ফিল্ড ইনজুরি ও তার ট্রিটমেন্টের সময়ে। পাশাপাশি স্বচ্ছ্ব ধারণা দেওয়া হয়েছে কনকাশন ইনজুরি নিয়েও।
নতুন নিয়ম অনুযায়ী, কট বিহাইন্ড ও স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র সাইড-অন রিপ্লেতে দৃষ্টি দেবেন টেলিভিশন আম্পায়ার। এখন থেকে আর কট বিহাইন্ড চেক করা হবে না। ফিল্ডিং সাইডকে কট-বিহাইন্ড আপিলের জন্য আলাদা রিভিউ ব্যবহার করতে হবে।
পাশাপাশি বেধে দেওয়া হয়েছে ফিল্ড ইনজুরিতে একজন ক্রিকেটারের চিকিৎসা নেওয়ার সময়। ফিল্ড ইনজুরি অ্যাসেসমেন্ট এবং ট্রিটমেন্টের ক্ষেত্রে বলা হয়েছে, আঘাত পাওয়ার পর সেই ক্রিকেটারের চিকিৎসার জন্য সর্বোচ্চ চার মিনিট ব্যয় করা যাবে। চার মিনিট পর তাকে মাঠ থেকে উঠে যেতে হবে, আর তার পরিবর্তে পরবর্তি ক্রিকেটারকে নামাতে হবে।
এছাড়া কনকাশন বদলির নিয়ম স্বচ্ছ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারকে যদি কনকাশন বদলি হিসেবে খেলাতে হয়, তাহলে মাঠ ছেড়ে যাওয়া ক্রিকেটারের বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলে তিনিও বল করতে পারবেন না।
আরেকটি নিয়ম হলো, তৃতীয় আম্পায়ার সামনের পা ছাড়াও নো বলের সব ধরনের ভুল স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করার সুযোগ পাবেন।
বাংলাবার্তা/এনএ