অস্ট্রেলিয়ার শিরোপা উল্লাস। ছবি- সংগৃহীত
নিজের বিদায়ী টেস্টটা স্মরণীয় করে রাখলেন ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষ টেস্টে তিনি পেয়েছেন পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় জয়। জয় দিয়ে ক্যারিয়ারের শেষটা রাঙ্গানোর পাশাপাশি তিনি শেষ ইনিংসে হাঁকিয়েছেন দুর্দান্ত এক অর্ধশতক।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের দেওয়া ১৩০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌছে যায় অজিরা। সেই সুবাদে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল স্বাগতিকরা।
১৩০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে অজি ওপেনার উসমান খাজা প্রথম ওভারে ফিরে গেলেও উইকেটের একপ্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে গিয়েছেন ডেভিড ওয়ার্নার। মার্নাস ল্যাবুশেইনকে সঙ্গে নিয়ে খেলেন ৭৫ বলে ৫৭ রানের ইনিংস।
দলীয় ১১৯ রানে ওয়ার্নার সাজঘরে ফিরলেও স্টিভ স্মিথকে নিয়ে বাকি কাজটা সারেন ল্যাবুশেন।
অপরাজিত ৬২ রান করে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। আর সেই সুবাদে অস্ট্রেলিয়া জয় পেয়েছে ৮ উইকেটে।
এর আগে চতুর্থ দিন পাকিস্তান খেলতে নেমেছিল ৬৮ রানে ৭ উইকেট নিয়ে। তবে খুব বেশি দূর যাওয়া হয়নি পাকিস্তানের। ১১৫ রানেই থেমে গিয়েছিল তাদের ইনিংসের চাকা। আর তাতেই অজিদের সামনে টার্গেট দাঁড়ায় ১৩০ রানের।
বার্তাবাংলা/এনএ