মাগুরা জেলা স্টেডিয়ামে সাকিবের অনুশীলন। ছবি- সংগৃহীত
কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের জন্যই বোধ হয় এই প্রবাদের প্রচলন হয়েছিল।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনিত ব্যক্তি হিসেবে নির্বাচন করছেন মাগুরা-১ আসন থেকে। নির্বাচনের প্রচার প্রচারণার কাজে তাকে স্বভাবতই পার করতে হচ্ছে ব্যস্ত সময়।
কিন্তু মানুষটা যে সাকিব। দুনিয়া উল্টে গেলেও তাকে থাকতে হবে শতভাগ ফিট। আর সে কারণেই মাগুরা জেলা স্টেডিয়ামে নিজের ফিটনেস ধরে রাখতে অনুশীলন করেছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
শুক্রবার (৪ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে নির্বাচনী প্রচারণার কাজ। আর নির্বাচনের আগে বিরতির এই সময়টা বেশ কাজে লাগিয়ে জাতীয় দলের ক্রিকেটার নাজমুল ইসলাম অপু ও রনি তালুকদারকে নিয়ে তিনি শনিবার (৫ জানুয়ারি) করেছেন এই অনুশীলন।
আঙ্গুলের ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ক্রিকেটে ফেরা হয়নি সাকিবের। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে লম্বা সময় পর মাঠে ফিরবেন দেশসেরা এই অলরাউন্ডার।
বিপিএলের রংপুর রাইডার্সের অধিনায়করূপে দেখা যাবে তাকে।
বার্তাবাংলা/এনএ