ইনডোরে ঢুকছেন সাকিব আল হাসান। ছবি- সংগৃহীত
২৪ ঘণ্টাও পার হয়নি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর। তার আগেই নির্বাচনের মাঠ ছেড়ে খেলার মাঠে ফিরলেন টাইগার দলপতি সাকিব আল হাসান। সোমবার (৮ জানুয়ারি) সাকিব ফিরেছেন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনে।
এদিন বেলা সোয়া তিনটায় হোম অব ক্রিকেটের ইনডোরে প্রবেশ করেন দেশসেরা এই অলরাউন্ডার। অনুশীলনের পুরো প্রস্তুতি নিয়েই স্টেডিয়ামে আসেন তিনি।
সাকিবের প্রবেশের আগেই ইনডোরে প্রবেশ করেন দেশ বরেণ্য কোচ নাজমুল আবেদীন ফাহিম।
ফাহিমের পর ইনডোরে প্রবেশ করেন ট্রেনার বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন। সবার শেষে একটি কালো মাইক্রোবাস যোগে হোম অব ক্রিকেটে আসেন সাকিব।
আঙ্গুলের ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এখনও ২২ গজে নামা হয়নি দেশেসেরা এই অলরাউন্ডারের। আসন্ন বিপিএল দিয়ে দুই মাসের বিরতি কাটিয়ে ফিরবেন তিনি।
বিপিএলের দশম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
বাংলাবার্তা/এনএ