রংপুর রাইডার্সের অনুশীলনে সাকিব আল হাসান। ছবি: রংপুর রাইডার্স
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। আসরকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে রংপুর রাইডার্স। আর এই অনুশীলন দিয়ে ২ মাসের বিরতি কাটিয়ে ২২ গজে ফিরলেন দলটির অধিনায়ক ও দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সোমবার (৮ জানুয়ারি) সকালে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে প্রথমদিনের মতো অনুশীলনে নামে রংপুরের ক্রিকেটাররা। তাদের সঙ্গে সকালেই যোগ দেন সদ্য মাগুরা-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসান।
এর আগে গতকাল সাকিব শের-ই- বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেন। এ সময় উপস্থিত ছিলেন দেশবরেণ্য কোচ নাজমুল আবেদীন ফাহিম।
এছাড়াও বাঁহাতি এই অলরাউন্ডারের অনুশীলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের ফিজিও ও চিকিৎসকও।
উল্লেখ্য ওয়ানডে বিশ্বকাপের সময় পাওয়া আঙুলের চোটে সাকিব ছিটকে গিয়েছিলেন বৈশ্বিক আসরটি থেকেই। এরপর তিনি মিস করে নিউজিল্যান্ডের বিপক্ষের হোম আর অ্যাওয়ে সিরিজটিও।
বাংলাবার্তা/এনএ/এসএ