ব্রাজিল ফুটবল দল। ফাইল ছবি
অবশেষে ব্রাজিলের ফুটবলের আকাশ থেকে কেটে গেল নিষেধাজ্ঞার শঙ্কার কালো মেঘ। নতুন বছরের শুরুতেই আবার ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি পদ ফিরে পেয়েছেন এদনালদো রদ্রিগেস। আর তাতেই ফিফা কর্তৃক যে নিষেধাজ্ঞা ব্রাজিলের পাওয়ার আশঙ্কা ছিল সেটির অবসান ঘটেছে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম অনুযায়ী সদস্য কোনো দেশের ফুটবল ফেডারেশনের কোনো কাজে ফিফা ব্যতীত তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ করতে পারবে না। এমনকি সদস্য দেশের ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করার অধিকার নেই তাদের সরকারেরও।
কিন্তু গেল বছরের শেষ দিকে এসে ব্রাজিলের আদালতের হস্তক্ষেপে ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পদ ছাড়তে বাধ্য হন রদ্রিগেস। আর তাতেই বাধে বিপত্তি।
আদালতের এই সিদ্ধান্তের কারণে সিবিএফকে শোকজ করে ফিফা। একইসঙ্গে ফুটবল থেকে নিষিদ্ধ হওয়ার শঙ্কাও জন্ম নেয় পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
অবশেষে পূর্ব পদ ফিরে ফেয়েছেন রদ্রিগেস। যে কারণে এখন আর ফিফার সেই নিষেধাজ্ঞার শঙ্কা রইলো না।
বুধবার (৯ জানুয়ারি) ফিফার লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক এমিলিও গার্সিয়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে এমনটাই জানিয়েছেন।
গ্রসিয়া বলেন, ‘এদনালদোকে সভাপতি পদে পুনর্বহালের জন্য সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে স্বস্তি পেয়েছি আমরা। এই স্বাভাবিক পরিবেশে ফিরতে পেরে আমরা খুশি। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হওয়ার বড় শঙ্কা ছিল ব্রাজিলের। আদালতের সিদ্ধান্তে সেই শঙ্কা দূর হয়েছে।’
বার্তাবাংলা/এনএ