বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি
চলতি বছরের জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে সময় রয়েছে ছয় মাসেরও কম।
এই ছয় মাসে বাংলাদেশের ক্রিকেটারদের খেলতে হবে বিপিএল ও তিনটি দ্বীপাক্ষিক সিরিজ। শ্রীলঙ্কা, আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। তিনটি সিরিজেই থাকছে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি।
আগামী মে মাসে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। কিন্তু বিশ্বকাপের প্রস্তুতি নিতে আপাতত রোডেশিয়ানদের বিপক্ষের টেস্ট সিরিজটি পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস।
জালাল বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে ফোকাস করছি সামনে যেহেতু বিশ্বকাপ আছে। এখন এই টেস্ট সিরিজ নিয়ে কথা হচ্ছে সিদ্ধান্ত হলে জানিয়ে দিব।’