ছবি: সংগৃহীত
দেশকে প্রতিনিধিত্ব করে এমন গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর ভেতর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছুদিন আগেও ভুল তথ্য উপস্থাপনের দিক দিয়ে শীর্ষস্থানীয় ছিল। ক্রিকেটারের নামের বানান থেকে শুরু করে বাংলাদেশের বানানটাও ভুল করেছিল তারা।
তবে সময়ের পরিক্রমায় ভুলের পরিমাণ বেশ কমিয়ে এনেছে বিসিবি। তবে এই দেশের নামের বানান নিয়ে ক্রিকেটারদের অস্বস্তিতে পরার বিষয়টি যেন কমছেই না।
এই ধরুন ইমরুল কায়েসের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনার কথাই বলা যাক। এয়ারপোর্টের অন এরাইভাল কার্ডে তিনি বাংলাদেশের নামের বানানে ভুল পেয়েছেন।
নিজের ফেসবুকে সেই ছবি পোস্ট করে ইমরুল লিখেন, ‘মানুষ মাত্রই ভুল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিছু ভুলগুলো থাকে যেগুলো খুব সহজে মেনে নেয়াটা খুবই কঠিন ,গতকালকে আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম আমি বাংলাদেশের এরাইবাল কার্ড এ দেখলাম যে বাংলাদেশের নামটি স্পেলিং এই মিসটেক করা আছে ,আসলে এটা দেখার পরে আমার কিছু বিদেশী বন্ধু ছিল একই ফ্লাইটে ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায় এরপর আমাকে বলে যে তোমাদের দেশে কি হয়।’
‘এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল বাট আমি ওদেরকে কোনরকম বুঝাইছি যে এটা প্রিন্টিং মিসটেক হতে পারে ,আমার কাছে প্রশ্ন হল যারা এই দায়িত্বে আছেন বা অথরিটিতে আছেন তারা কি একটিবারের জন্য এটা দেখেন নাই এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপ ভাবে ওরা চিন্তা করে .আমার মনে হয় এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা নিয়ে সবার চিন্তার একটা বিষয়।’
বার্তাবাংলা/এনএ