ফাইল ছবি
গত বছরের নভেম্বরে মারাকানায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচের সময় আর্জেন্টিনার দর্শকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছিল ব্রাজিলের পুলিশ ও দর্শকেরা। অবস্থা এতোটাই বেগতিক ছিল যে এক পর্যায়ে মাঠে ছেড়ে যেতে বাধ্য হন লিওনেল মেসি ও আর্জেন্টিনা দলের বাকি সদস্যরা।
সে সময়ই এ ঘটনাকে কেন্দ্র করে ফুটবল মহলে শুরু হয় নীরব এক যুদ্ধ। এবারে সেই ঘটনার জের ধরে দুই দলকেই জরিমানা করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
ফিফার তদন্তে বেরিয়ে আসে সেই ঘটনার জন্য দোষটা বেশি ব্রাজিলের। কিন্তু তারপরও বড় শাস্তির সন্মূখীন হতে হচ্ছে আর্জেন্টিনাকে। শাস্তির আওতায় আনা হচ্ছে ব্রাজিলকেও। তবে সেটি তুলনামূলক কম।
তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে ফিফা মারাকানা কাণ্ডের জন্য ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করে যা কিনা বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকার সমান। স্টেডিয়ামের আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় বেশি শাস্তি হয়েছে ব্রাজিলের।
অপরদিকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ) জরিমানা করে ২০ হাজার সুইস ফ্রাঁ (২৫ লাখ ৭৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে আর্জেন্টাইন সমর্থকেরা ইকুয়েডর ও উরুগুয়ের সমর্থকদের সঙ্গে যেই বৈষম্যমূলক আচরণ করেছে তার জের ধরে আর্জেন্টিনাকে আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা।
পাশাপাশি আগামী সেপ্টেম্বর আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য চিলির বিপক্ষে বাছাইপর্বের ম্যাচটিতে ৫০ শতাংশ দর্শকের মাঠে প্রবেশাধীকার দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
বার্তাবাংলা/এনএ