ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিপিএল) আগের নয় আসরেও দলগুলোতে ছিল বিদেশি কোচ নেওয়ার এক তুমুল প্রতিযোগীতা। দেশের স্বনামধন্য কোচরা যোগ্যতা থাকা স্বত্বেও বিদেশি কোচদের ছায়া হয়েই ছিলেন আগের আসরগুলোতে। নিজের দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আর সেখানেই কিনা দেশীয় কোচদের থাকা লাগত লাইম লাইটের আড়ালে, বিষয়টা বোর্ডের জন্যও লজ্জাজনক বিষয় সেটি বলার হয়তো অপেক্ষা রাখে না।
বিশ্বের নামিদামী হেভিওয়েট কোচদের দলে ভেড়ানোর এই প্রতিযোগীতা থেকে দেরীতে হলেও সরে আসতে সক্ষম হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিরা। আর তারই প্রেক্ষিতে টুর্নামেন্টের দশম আসরে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে বোর্ড।
প্রথমবারের মতো আসন্ন আসরে সবগুলো ফ্র্যাঞ্চাইজি তাদের দলে নিয়োগ দিয়েছেন দেশীয় কোচ।
টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার হেড কোচ হিসেবে এবারে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন। রংপুর রাইডার্সের ডাগ আউটে হেড কোচ হিসেবে দেখা যাবে সোহেল ইসলামকে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। খুলনা টাইগার্সের দায়িত্বে রয়েছেন সাবেক পেসার তালহা জুবায়ের। এই দুজনই কোচ হিসেবে বিপিএলে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স বরাবরের মতোই ভরসা রাখছেন মোহাম্মদ সালাহউদ্দিনের ওপর। ফরচুন বরিশাল তাদের হেড কোচের দায়িত্বভার কাঁধে তুলে দিয়েছেন মিজানুর রহমান বাবুলের। আর সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে রাজিন সালেহকে।
বার্তাবাংলা/এনএ