ছবি: সংগৃহীত
ক্রিকেটের অবকাঠামো ও মান উন্নয়নের পাশাপাশি আম্পায়ারদের বিশ্বমানের করে গড়ে তুলতে গেল কয়েক বছর ধরেই বেশ তৎপর বোর্ডের আম্পায়ার্স কমিটি। তারই ধারাবাহিকতায় কিছুদিন আগেই বেসরকারী একটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আম্পায়ারদের ইংরেজি স্পোকেন, রাইটিং ও রিডিং এই বিভাগে পরীক্ষা নেওয়া হয়েছিল।
রোববার (১৪ জানুয়ারি) এল সেই পরীক্ষার ফল। ফলাফল দেখে যে কারও রীতিমতো চক্ষু চড়কগাছ যে হবে সেটিতে কোনো সন্দেহ নেই। কেননা অংশ নেওয়া ৭০ আম্পায়ারের ভেতর ৬১ জনই করেছেন ফেল।
এমনই এক চাঞ্চল্যকর তথ্য বার্তাবাংলাকে নিশ্চিত করেছে বোর্ডের একটি বিশ্বস্ত সূত্র।
সূত্রের দেওয়া তথ্যমতে তিন নারী আম্পায়ারসহ ৯ জন পাস সন্তোষজনক পাফরম্যান্স দেখিয়েছেন তিন বিভাগেই। বাকি ৬১ জন তিন বিভাগের কোনো না কোনোটায় পাফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছেন। মাঠ পর্যায়ে কাজের জন্য নিজেদের উপযুক্ত প্রমাণ করতে তারা হয়েছেন ব্যর্থ।
কি কারণে হুট করেই এই ইংরেজি পরীক্ষা নেওয়া হলো আম্পায়ারদের? জবাবে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বার্তা বাংলাকে বলেন, 'আসলে এটা আমাদের পরিকল্পনারই একটা অংশ। বিশ্বমানের আম্পায়ার তৈরী করতে আমরা অনেক দিন ধরেই আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তারই অংশ হিসেবে আমাদের এই পরীক্ষা নেওয়া।'
এতো বাজে ফলাফলের পর বোর্ডের পদক্ষেপ কি হবে? সেই বিষয়ে মিঠু বলেন, 'আমরা তাদের আলাদা কোর্সের ব্যবস্থা করবো। কোর্স শেষে আবার পরীক্ষা নেওয়া হবে। এরপর যাদের ফলাফল সন্তোষজনক হবে তাদের আইসিসির অধীনে পরীক্ষার জন্য পাঠানো হবে।'
বার্তাবাংলা/এনএ