চশমা পড়ে রংপুরের অনুশীলনে সাকিব। ছবি: বার্তা বাংলা
চোখের সমস্যায় বেশ কিছুদিন ধরেই ভুগছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগ মুহূর্তে চোখের চিকিৎসা করাতে ইংল্যান্ডে যাচ্ছেন বাঁহাতি এই অলরাউন্ডার।
রোববার (১২ জানুয়ারি) বার্তা বাংলাকে এমনটাই জানিয়েছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
দেবাশীষ বলেন, 'আপডেট ওরকম কিছু নেই। আমরা দেখিয়েছিলাম কিছুদিন আগেই একবার। যেহেতু বিপিএল শুরু হচ্ছে, লম্বা সময়ের জন্য আমরা ওকে পাব না, সে কারণে দেখিয়ে রেখেছিলাম। আজকে আমরা খবর পেলাম ও ইংল্যান্ডে যাচ্ছে। ওর ফ্র্যাঞ্চাইজি ওকে সেখানে পাঠাচ্ছে। '
সাকিবের চোখের সমস্যাটা আসলে কোথায়? জবাবে দেবাশীষ জানান, 'ও মাঝে মধ্য দেখতে পারছে না। সবসময় ঠিক না। সমস্যাটা হয় মাঝেমধ্যে। কখনো পরিস্কারই দেখে, কখনো আবার ঝাপসা দেখে। পরীক্ষা করিয়ে আসুক। রিপোর্ট দেখলে এরপর আমরা সিদ্ধান্ত নেব।'
উল্লেখ্য কিছুদিন আগে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন পুরো বিশ্বকাপজুড়েই তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। সে কারণে শট খেলতেও সমস্যা হচ্ছিল তার।
বার্তাবাংলা/এনএ