ফাইল ছবি
কিছুদিন আগেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভাঙাচুরা চেয়ার নিয়ে ‘হোম অব ক্রিকেট: বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট’ শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল বার্তা বাংলা। সেই প্রতিবেদন প্রকাশের তিন দিনের মাথায় নতুন চেয়ার আনা হয়েছে স্টেডিয়ামে বসানোর জন্য।
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরুর আগেই ভাঙা চেয়ারগুলো সরিয়ে ফেলে নতুন চেয়ার বসানো হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সব মিলিয়ে পুরো স্টেডিয়ামে সাড়ে সাত হাজার চেয়ার প্রতিস্থাপন করা হবে বলে জানানো হয়েছে বোর্ডের পক্ষ থেকে। স্টেডিয়ামের দুটি ক্লাব হাউজ ও পূর্ব দিকের গ্যালারির সবগুলো ভাঙা চেসরিয়ে নতুন চেয়ার বসানো হবে।
বিসিবির গ্রাউন্ডস ম্যানেজার আব্দুল বাতেন বার্তা বাংলাকে এ সকল তথ্য নিশ্চিত করেছেন।
বাতেন বলেন, ‘ভাঙা চেয়ারগুলো এখন আর আমরা মেরামতে যাচ্ছি না। সেগুলো পুরোপুরি সরিয়ে একদম ফ্রেশ নতুন চেয়ার বসানো হবে। নতুনগুলো ইতোমধ্যেই আনা হয়েছে আপনি হয়তো দেখে থাকবেন। সব মিলিয়ে সাড়ে সাত হাজারের মতো চেয়ার রিপ্লেস করছি এবারে আমরা।’
বার্তাবাংলা/এনএ