শরিফুল ইসলাম। ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে বাকি দলগুলো যেখানে তারকা দিয়ে ঠাসা, সেখানে সম্পূর্ণ ভিন্নচিত্র টুর্নামেন্টের নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্দান্ত ঢাকার। দলে তারকা বলতে রয়েছেন কেবল তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত। পাশাপাশি রয়েছেন তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম আর মোহাম্মদ নাঈম শেখ।
বাকিদের সকলকেই আনকোড়াই বলা চলে। কিন্তু এই দল নিয়েও আসন্ন আসরে ভালো কিছু করার আশা করছেন দলটির অন্যতম পেসার শরিফুল ইসলাম।
সোমবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমন প্রত্যাশাই ব্যক্ত করেন টাইগার এই পেসার।
শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ টিম ভালোই আছে। এখন তো অলরেডি ড্রাফট সব শেষ, আলহামদিল্লাহ খুব ভালো হয়েছে। যা আছে এটা নিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার।’
আসন্ন বিপিএল দিয়ে চলতি বছরের জুন থেকে মাঠে গড়াতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাও সেরে নেওয়া হবে বলে মনে করছেন বাঁহাতি এই পেস সেনসেশন।
শরিফুল বলেন, ‘অবশ্যই অনেকটা সাহায্য করবে। কারণ যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। আর এই টুর্নামেন্টে সবাই চাবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করা, নতুন কিছু করা। প্রথমত বিপিএল আমাদের লক্ষ্য থাকবে চারে উঠা। সুপার ফোরে যদি উঠতে পারি তারপর ফাইনাল চিন্তা করব।’
একইসঙ্গে গেল বছরের পারফরম্যান্স এ বছরও ধরে রেখে যতটা পারা যায় ফিট থেকে পুরো বছর খেলতে চান টাইগার এই পেসার।
বাঁহাতি এই পেসার বলেন, ‘আলহামদুলিল্লাহ শেষ বছর খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬/৭ মাস। ইনশাআল্লাহ বিপিএল আসছে নতুন বছরে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। তো চেষ্টা থাকবে সেই ফর্মটা যাতে ধরে রাখি এর বেশি কিছু না করার। চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায়। কারণ সামনে অনেক খেলা আছে দেশের হয়ে এটাই আমার মূল লক্ষ্য।’
বার্তাবাংলা/এনএ