মেসি। ছবি : সংগৃহীত
ম্যানচেস্টার সিটির গোলমেশিন খ্যাত আর্লিং হালান্ডকে পেছনে ফেলে 'ফিফা দ্য বেস্ট' অ্যাওয়ার্ড জিতলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় হালান্ডের পাশাপাশি মেসি পেছনে ফেলেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকেও।
সোমবার (১৫ জানুয়ারি) লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পুরষ্কার তুলে দেয়া হয় ক্ষুদে এই জাদুকরের হাতে।
ফিফা দ্য বেস্টের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ভোটিং হয়েছে। বিচারকদের বেশ বেগ পেতে হয়েছে কার হাতে উঠবে সেরা ফুটবলারের পুরষ্কার সেটি নির্ধারণ করতে।
চলতি বছর এই পুরষ্কারের অন্যতম দাবিদার ছিলেন হালান্ড। তিনি ও মেসি সমান ৪৮ পয়েন্ট পেয়েছিলেন। যে কারণে টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। এই টাইব্রেক হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে।
ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আর তাতেই ভাগ্য খুলে যায় আর্জেন্টাইন তারকার। অধিনায়কদের ভোটে সেরা ফুটবলার নির্বাচিত হন তিনি।
বাংলাবার্তা/এআর/এনএ