বিপিএল লোগো (ছবি: সংগৃহীত)
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের পর্দা উঠছে আগামী ১৯ জানুয়ারি। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে উদ্বোধনী দুই ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে এক টিকিটেই দুটি ম্যাচ দেখা যাবে এবার।
কিন্তু টিকিটের দাম কমিয়েও দর্শকদের মাঠে টানতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। প্রথম দিনে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিট বুথে দেখা মেলে দৈন্যদশার।
টিকিট বিক্রির জন্য ক্ষণে ক্ষণে মাইকিং করতে হচ্ছে। তারপরও দর্শকদের আগ্রহী করতে পারছে না বোর্ড। হাতে গোনা ২-৩ জনকে দেখা যায় বিকাল পর্যন্ত টিকিট কিনতে।
তবে যেহেতু আরও দুই দিন আছে, সে কারণে বাকি দুই দিন টিকিট বিক্রি কিছুটা হলেও বাড়বে বলে আশাবাদী বুথে টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্তরা। যেহেতু শুক্রবার প্রথম ম্যাচ, আর দিনটি সরকারি ছুটির দিন তাই দর্শক সমাগম ভালো হবে বলে আশা তাদের।
আরও পড়ুন: নতুন চেয়ার বসছে হোম অব ক্রিকেটে
এদিকে দর্শক মাঠে টানতে ভালো মানের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিগুলোতে ভেড়াতে না পারলেও অবকাঠামোগত উন্নয়ন শুরু করেছে বোর্ড। ইতোমধ্যেই হোম অব ক্রিকেটে বসতে শুরু করেছে নতুন চেয়ার।
পাশাপাশি বিশ্বমানের সম্প্রচারের জন্য উন্নতমানের ক্যামেরা, হক আই, ডিআরএস প্রযুক্তি আসন্ন এই টুর্নামেন্টের জন্য নিশ্চিত করেছে বোর্ড।
বাংলাবার্তা/এসএ/এনএ