মেহেদী হাসান মিরাজ (ছবি: সংগৃহীত)
চলতি বছরের জুন থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগের সময়টাতে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আর তিনটি আন্তর্জাতিক সিরিজ। আন্তর্জাতিক সিরিজের ভেতর স্বনামধন্য কেবল শ্রীলঙ্কাই। একটি আফগানিস্তানের বিপক্ষে আরেকটি জিম্বাবুয়ের বিপক্ষে।
যেহেতু বড় কোনো দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের হচ্ছে না, সে কারণে বিপিএলের দশম আসরটিই বাংলাদেশী ক্রিকেটারদের কাছে 'দুধের স্বাদ ঘোলে মেটানো'র মতো। আর সে কারণেই আসন্ন এই টুর্নামেন্টকে বিশ্বকাপের আগে বড় সুযোগ বলে মনে করছেন কোচ থেকে শুরু করে জাতীয় দলের ক্রিকেটাররাও।
ব্যতিক্রম নন ফরচুন বরিশালের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। জৌলুসহীন এই টুর্নামেন্টকে তিনি দেখছেন বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে।
মিরাজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান।
মিরাজ বলেন, '(বিশ্বকাপের প্রস্তুতি) বিশ্বকাপের আগে বিপিএলটা হচ্ছে, এটা অবশ্যই ভালো একটা সুযোগ থাকবে, ভালো প্রস্তুতিটা থাকবে। বিশ্বকাপের আগে আমরা যদি এরকম একটা টুর্নামেন্ট খেলি, আমাদের বিরাট একটা সুবিধা থাকবে। এখানে পারফর্ম করলে বিশ্বকাপে গিয়ে খেলাটা সহজ হবে। গত বছর যেমন বিশ্বকাপ থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার এসেছে, শান্ত পারফর্ম করেছে, তাওহিদ হৃদয় পারফর্ম করেছে। ওদের কিন্তু এরপর আন্তর্জাতিক ক্রিকেটে খেলাটা একটু সহজ হয়ে গিয়েছে। শান্ত কিন্তু টানা দেড় বছরের তো আন্তর্জাতিকে অনেক রান করেছে। হৃদয় অনেক রান করেছে।'
আরও পড়ুন: মাইকিং করেও বিক্রি হচ্ছে না বিপিএলের ম্যাচ টিকিট
তিনি আরও বলেন, 'এটা কিন্তু একটা প্রভাব পড়ে যে, বিপিএলে ভালো খেললে আন্তর্জাতিকে আমরা সার্ভিস দিতে পারব। তো এখানে পারফর্ম করাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে বিশ্বের অনেক ক্রিকেটার আসবে। ওদের সঙ্গে ভালো খেলা, ড্রেসিং রুম ভাগাভাগি করা, অনেক কিছু শেখা যায়। একটা পরিবেশের মধ্যে থাকা হয়। আশা করি এটা খুব গুরুত্বপূর্ণ হবে।'
বাংলাবার্তা/এসএ/এনএ