ক্রিকেটার নাসির হোসেন (ছবি: সংগৃহীত)
টি-টেন লিগে দুর্নীতির অভিযোগে সকল ধরণের ক্রিকেট থেকে জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিবৃতিতে আইসিসি জানায়, 'টি-টেন লিগে খেলার সময় নাসির হোসেন আইসিসির নীতিমালার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে আনা ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হল।'
শাস্তির পাশাপাশি নাসিরকে বেশ কিছু শর্ত বেধে দিয়েছে আইসিসি। সেগুলো মেনে চলতে পারলে ২০২৫ সালের ৭ এপ্রিল থেকে আবার ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
উল্লেখ্য, ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে উপহার নিয়েছিলেন নাসির। আইসিসির কাছে সেই ব্যক্তির যথাযথ পরিচয় দিতে পারেননি টাইগার এই অলরাউন্ডার।
একইসঙ্গে ৭৫০ ডলারেরও বেশি মূল্যের সেই উপহার কি কারণে নিয়েছিলেন সেটির যৌক্তিক কারণও নাসির প্রদর্শন করতে পারেননি। আর সে কারণেই গেল বছর নাসিরের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছিল আইসিসি।
বাংলাবার্তা/এসএ/এনএ