ছবি: সংগৃহীত
দুদিন বাদেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে লড়বে গত আসরের ফাইনালিস্ট সিলেট সিক্সার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
আসরকে সামনে রেখে মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে টিকিট বিক্রির কার্যক্রম। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের টিকিট কালেকশন বুথ ও ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে ঢাকা পর্বের প্রতিটি ম্যাচের টিকিট।
আসন্ন আসরের জন্য সর্বনিম্ন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। সর্বোচ্চ মূল্য ২৫০০ টাকা।
টিকিট কালেকশন বুথের পাশাপাশি অনলাইনেও কেনা যাবে টিকিট। অনলাইনে টিকিট কিনতে https://ticket.tigercricket.com.bd/ এই লিঙ্কে ঢুকতে হবে। এরপর সেখানে নিজের জাতীয় পরিচয়পত্রের নম্বর, ফোন নম্বর এবং ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর ফোনে একটি ৮ডিজিটের ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাওয়া হবে।
সেই ওটিপি দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে তা চলে যাবে টিকিট কেনার অপশনে। সেখান থেকে কোন গ্যালারিতে বসবেন, কয়টি টিকিট লাগবে সেটি নিশ্চিতের পর আসবে পেমেন্ট গেটওয়ের পেইজ। সেখান থেকে মোবাইল ব্যাংকিং কিংবা কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য প্রদান করলেই টিকিট কেনা সম্পন্ন হবে।
বিপিএলের আসন্ন আসরের জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। ভিআইপি স্ট্যান্ডের টিকিট মিলবে ১৫০০ টাকায়। শহীদ জুয়েল ও শহীদ মোশতাক স্ট্যান্ড বা ক্লাব হাউজের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।
নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে ৪০০ টাকা করে। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়।
বাংলাবার্তা/এনএ