বিসিবি। বাংলা বার্তা
লম্বা সময় ধরেই শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাদে ক্রিকেটের জন্য ঢাকায় বিকল্প ভেন্যুর কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম হওয়ার আগ পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চাপ কমাতেই এই পরিকল্পনা করেছিল বোর্ড। কিন্তু উপযুক্ত মাঠ খুঁজে না পাওয়ায় সেই পরিকল্পনা সফল হয়নি এখন পর্যন্ত।
তবে সাম্প্রতিকসময়ে সেই উপযুক্ত মাঠের সন্ধান পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ড বিকল্প মাঠ হিসেবে রয়েছে বোর্ডের পাইপলাইনে।
নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের একটি সূত্র বাংলা বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছে।
বোর্ডের সেই সূত্র বলেন, 'বসুন্ধরার মাঠটা আমাদের পছন্দের তালিকায় রয়েছে। তবে এখনই আমরা সিদ্ধান্ত মিতে পারছি না, কেননা ওদের পুরো কাজ সম্পন্ন হয়নি। আগে কাজ শেষ হোক, এরপর দেখা যাক। অনেক আলোচনার বিষয় রয়েছে এখানে।'
এ প্রসঙ্গে রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদিক বলেন, ‘একটা জিনিস আগেই জানিয়ে রাখি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলোতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, হয়তো বা মেয়েদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ।’
শুধু ছেলেদের ঘরোয়া ক্রিকেট নয় আন্তর্জাতিক ও বিপিএলও ভাবনায় আছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। ইশতিয়াক বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ সালের শেষ নাগাদ হয়ে যাবে। তখন ক্রিকেট বোর্ড যদি চায় অবশ্যই সেখানে বিপিএল কিংবা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ অনুষ্ঠিত হবে।'
বাংলাবার্তা/এআর/এনএ