সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল দশম আসর মাঠে গড়ানোর ঠিক আগ মুহূর্তে শঙ্কা জাগে সাকিব আল হাসানের রংপুর রাইডার্সের হয়ে প্রথম কিছু ম্যাচে মাঠে নামা নিয়ে। কেননা চোখের উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয়েছিল।
তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের শুরু থেকেই নিজের এভেইবিলিটি জানান দিলেন খোদ দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।
রংপুর রাইডার্সের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘সব ঠিক, ডাক্তারের চেক-আপ ডান (সম্পন্ন)। এখন ফ্লাইট ব্যাক করব। আশা করি কোনো সমস্যা হবে না, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’
উল্লেখ্য, ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন সাকিব। মাঝে মধ্যেই হুট করেই তিনি চোখে ঝাপসা দেখতেন। কিছুক্ষণ বাদে সেটি স্বাভাবিক অবস্থায় ফিরে গেলেও সাকিবের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল রেটিনার সমস্যাটি।
আর সে কারণেই সাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি রংপুর। দেশসেরা অলরাউন্ডারকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠিয়েছিল তারা কিছুদিন আগেই।
সব কিছু ঠিক থাকলে বিপিএল শুরুর পরদিন তামিম ইকবালের ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ২ মাসের বিরতি কাটিয়ে ফের ক্রিকেটে ফিরবেন সাকিব।
বাংলাবার্তা/এআর/এনএ