বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস (ছবি: সংগৃহীত)
নানা আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে শুরু হয়েছে বিপিএলের দশম আসর। শুক্রবার (১৯ জানুয়ারি) বিপিএলের উদ্বোধনী ম্যাচে টসে জিতে কুমিল্লা বিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠায় দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসাইন। এদিন দুপুর আড়াইটার দিকে ম্যাচটি শুরু হয়।
চারবারের চ্যাম্পিয়ন হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে লড়বে দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসাইন। তবে নামে ও ভারে ঢাকার চেয়ে বেশ এগিয়ে রয়েছে কুমিল্লা। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে এবারের কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজিটি।
তবে এর আগের আসরে কুমিল্লার নেতৃত্ব ইমরুল কায়েস থাকলেও এবারের আসরের অধিনায়ক রয়েছে লিটন দাস। ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্বটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন লিটন। দিতে চান কুমিল্লাকে ভালো কিছু উপহার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম, ইমরুল কায়েস, মুশফিক হাসান, খুশদিল শাহ, ম্যাথু ওয়াল্টার ফোর্ড, রোসটন চেজ।
দুর্দান্ত ঢাকা একাদশ: মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, সাইফ হাসান, ইরফান শুক্কুর, আরাফাত সানি, চতুরঙ্গা ডি সিলভা, উসমান কাদির, মোহাম্মদ নাঈম, লাসিথ ক্রসপুলে ও দানুশকা গুনাথিলাকা।
বাংলাবার্তা/এসএ