ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রথম পর্ব শেষ হয়েছে মঙ্গলবার (২৩ জানুয়ারি)। ঢাকা পর্বের চার দিনে ম্যাচ হয়েছে মোট ৮টি। সাত দলের ভেতর শুধুমাত্র চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল খেলেছে তিনটি করে ম্যাচ। বাকি পাঁচ দল খেলেছে দুটি করে ম্যাচ।
ঢাকা পর্ব শেষে বিপিএল এবারে পা রাখবে চায়ের শহর সিলেটে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় পর্বের ১২টি ম্যাচ। ২৬ জানুয়ারি খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা।
চলুন দেখে নেওয়া যাক প্রথম পর্বে শেষে পয়েন্ট টেবিলে কোন দল রয়েছে কোন অবস্থানে।
পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে আনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। দুই ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখে সিলেটে যাচ্ছে তারা। টেবিলের দুইয়ে অবস্থান করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
তিনে রয়েছে রংপুর রাইডার্স। দুই ম্যাচে এক জয় এক হারে তাদের পয়েন্ট দুই। চারে অবস্থান করছে দুর্দান্ত ঢাকা, পাঁচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ছয়ে রয়েছে তামিমের ফরচুন বরিশাল আর পয়েন্ট টেবিলের তলানীতে রয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স।
বার্তাবাংলা/এনএ